ঢাকা, রবিবার, জানুয়ারী ৫, ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Logo
logo

দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম

দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩।

দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন রাত ১২টা ১ মিনিটে কনস্যুলেট প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন।  কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য ও বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরতে সন্ধ্যায়  কনস্যুলেট প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। পরে, এক বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিরাতে বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিনিধি তাদের নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

এনবিএস/ওডে/সি