ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

প্রয়োজনে কাফনের কাপড় পরে রাজপথে নামব: ডিপজল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

প্রয়োজনে কাফনের কাপড় পরে রাজপথে নামব: ডিপজল

 প্রয়োজনে কাফনের কাপড় পরে রাজপথে নামব: ডিপজল

শাহরুখ খানের ‘পাঠান’ ভারতসহ অন্যান্য দেশে মুক্তির পাশাপাশি বাংলাদেশেও মুক্তি দেওয়ার চেষ্টা করছে একটি প্রতিষ্ঠান। তখন থেকেই সামাজিক মাধ্যম ও শোবিজ অঙ্গনে শুরু হয় বিতর্ক। শর্তসাপেক্ষে হিন্দি ভাষার চলচ্চিত্র দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ব্যপারে ১৯টি সংগঠন একমত হলেও কিছু শিল্পী, পরিচালক ও সংশ্লিষ্টরা দ্বিমত পোষণ করেছেন। তাদেরই একজন হচ্ছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ভাষার মাসে কেন হিন্দি সিনেমা ঠেকাতে কাফনের কাপড় পরে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় উপস্থিত হন এই অভিনেতা। সেখানেই উপস্থিত সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এমন ঘোষণা দেন।

ডিপজল বলেন, ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেল ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল। দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা প্রেক্ষাগৃহমুখী হবেন। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না। প্রয়োজনে আবারো কাফনের কাপড় পরে রাজপথে নামব।

এই অভিনেতা বলেন, হিন্দি সিনেমার কাছে ১০ শতাংশ দাবি করা বেআইনি, মুনাফিকের কাজ। আমি মনে করি হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ। পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্যভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?

চলচ্চিত্রের বর্তমান সংকট উত্তরণের উপায় জানিয়ে তিনি বলেন, আমাদের সিনেমা দিয়েই সমাধান করতে হবে। এর আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিল, তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল।

আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আমাদের দেশ হিন্দির নয়। সংকট উত্তরণের জন্য সবার এক হয়ে কাজ করতে হবে।

এনবিএস/ওডে/সি