ম্যানসিটির চোটাক্রান্ত তিন ডিফেন্ডারের মৌসুম শেষ, ভাবনায় কোচ গার্দিওলা
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে ম্যানচেস্টার সিটি। রোববার নিউক্যাসলকে হারিয়ে লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে তারা, লিগে বাকি আছে আর তিন ম্যাচ। তবে তার আগে বড়সড় চোট সমস্যায় পড়েছে দলটি।
আগে থেকেই চোটের সঙ্গে লড়ছিলেন দলটির রাইট ব্যাক কাইল ওয়াকার ও সেন্টার ব্যাক জন স্টোনস। নিউক্যাসলের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এবার মাঠের বাইরে চলে গেলেন পর্তুগিজ সেন্টার ব্যাক রুবেন দিয়াজও।
রোববার ম্যাচ শেষে পেপ গার্দিওলা জানিয়েছেন, এই তিনজনের কেউই এই মৌসুমে আর মাঠে ফিরবেন না। এছাড়া চোটের কারণে ডাচ সেন্টার ব্যাক নাথান আকেকেও উলভসের বিপক্ষে লিগে নিজেদের পরবর্তী ম্যাচে পাবে না সিটি।