রিয়াল বেতিসের মাঠে রিয়াল মাদ্রিদের হোঁচট

আগাগোড়াই দাপট ছিলো রিয়াল মাদ্রিদের। রিয়াল বেতিসকে এমনভাবে কোনঠাসা করলো, তাতে মনে হলো একাধিক গোলে জিতে যাবে রিয়াল। কিন্তু গোলের দেখা পেলো না করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়ররা। গোলের অসংখ্য সুযোগ হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও পিছিয়ে পড়লো মাদ্রিদ। রোববার রাতে বেতিসের মাঠে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল কার্লো আনচেলত্তির দল। লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করার পর কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে হারে তারা।

এদিনই ভালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয়ে ১০ পয়েন্ট এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। রিয়াল হাতছাড়া করল ব্যবধান ৭-এ ফিরিয়ে নেওয়ার সুযোগ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলকে ৫-২ ব্যবধানে হারানোর পর যেন গোলের পথ ভুলে গেছে রিয়াল। বার্সেলোনার বিপক্ষে আগের ম্যাচে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি তারা। বেতিসের বিপক্ষে প্রথমার্ধেও ছিল একই চিত্র। দ্বিতীয়ার্ধে পাঁচটি শট লক্ষ্যে রাখতে পারলেও কোনোটিই গোলরক্ষককে তেমন ভাবাতে পারেনি।

এনবিএস/ওডে/সি

news