মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে এখনি মন্তব্য করতে চান না কোচ জাভি
বার্সেলোনা এই মুহূর্তে দু’দুটি শিরোপা লড়াইয়ের পথে এগিয়ে যাচ্ছে। সুতরাং কোচ জাভি হার্নান্দেসের মনযোগটাও খেলার দিকে থাকবে সেটাই স্বাভাবিক। মেসিকে বার্সায় ফিরিয়ে আনার ব্যাপারে কোনোভাবেই আলোচনায় যেতে চান না। জাভির মতে, এখন এই বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় নয়।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় ব্যর্থ হলেও চলতি মৌসুমে এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। লা লিগায় শীর্ষে থাকা দলটি ভালোভাবে আছে কোপা দেল রের লড়াইয়েও। স্প্যানিশ কাপ নামে পরিচিত প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের প্রথম লেগে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ১-০ গোলে।
মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে নতুন করে গুঞ্জন উঠছে মেসির বার্সেলোনায় ফেরার। ২০২১ সালে ইচ্ছার বিরুদ্ধে প্রিয় ক্লাব ছেড়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন এই তারকা। সেই চুক্তি এখনও তিনি নবায়ন না করায় আলোচনায় আসছে তার বার্সেলোনায় ফেরার বিষয়টি।
সাবেক সতীর্থ মেসিকে বার্সেলোনায় ফের দেখতে চান কোচ জাভিও। তবে আপাতত সব মনোযোগ মৌসুমের বাকি ম্যাচগুলোর দিকে দিতে চান এই স্প্যানিয়ার্ড। জাভি বলেছেন, এই ধরনের আলোচনার জন্য সময়টা আদর্শ নয়।
আমি মনে করি, মেসির এখানে ফেরা নিয়ে কথা বলার এটা সঠিক সময় নয়। আমি প্রায়ই লিওর (লিওনেল মেসি) সঙ্গে কথা বলি, আমাদের বন্ধুত্ব আছে, তবে এটা আদর্শ সময় নয়। তার জন্য বা ক্লাবের জন্যও নয়। এই বিষয়ে অনেক কথা হচ্ছে, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।
আশা করি, আমরা তাকে এখানে আবার দেখতে পাব। (মেসিকে বার্সেলোনায় দেখলে) আমি সবচেয়ে বেশি খুশি হবো। সে ইতিহাসের সেরা খেলোয়াড়, তবে এটা সঠিক সময় নয়। আমরা দুটি শিরোপা জয় থেকে এক মাস দূরে আছি এবং এখন সময়টা সেদিকে মনোযোগ দেওয়ার
এনবিএস/ওডে/সি