ছেলে আরহাম ইকবালের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তামিম

ছেলে আরহাম ইকবাল খানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে আরহাম। ঢাকায় হাসপাতালেও ভর্তি করতে হয়েছিলো। চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়নি। পেটে ব্যথা লেগেই থাকছে। তাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন এই টাইগার অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরুর আগের দিন ছেলে অসুস্থ হলেও ম্যাচ খেলায় পরিবারকে সময় দিতে পারেননি তামিম। জাতীয় দলের খেলা শেষে ক্রিকেট থেকেই দূরে ছিলেন বাঁহাতি এ ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঈস্খথম ম্যাচ খেললেও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করে ছেলের অসুস্থতার কারণে কোনো ম্যাচে খেলা হয়নি প্রাইম ব্যাংকের এই ক্রিকেটারের।

 ছেলের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ায় ডিপিএলের এ মৌসুমে আর মাঠে নামা হবে না তামিমের। ছেলের শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করবে জাতীয় দলে খেলার বিষয়টি। আয়ারল্যান্ড সফরের প্রস্তুতির জন্য হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। মে মাসের শুরুতেই ইল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডে বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাবে সাকিব-তামিমরা।

এনবিএস/ওডে/সি

news