সাক্ষীদের বড় সিদ্ধান্ত, পদক ফেলে দেবেন গঙ্গায়!

অবস্থান ধরনা চালিয়েছেন এক মাসের বেশি সময় ধরে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এবার আমরণ অনশনে বসতে পারেন কুস্তিগীররা।

 সেইসঙ্গে গঙ্গায় পদক বির্সজনের কথাও জানিয়ে দিলেন সাক্ষী মা‌লিক বজরং পুনিয়ারা। টোকিও অলিম্পিক্সে পদক জয়ী বজরং পুনিয়া এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় তারা প্রতিবাদ হিসেবে তাদের জেতা পদকগুলি গঙ্গায় বির্সজন করে দেবেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news