নারী বিশ্বকাপ শুরু হতে দেড় মাস বাকি, ১০ লাখের বেশি টিকিট বিক্রি 

এখনও অনেক সময় বাকি নারী বিশ্বকাপ শুরু হতে। এরই মধ্যে টিকিট বিক্রি হয়ে গেছে ১০ লাখের বেশি। ২০ জুলাই জুলাই মাঠে গড়াবে বিশ্বকাপের আসর। নারী বিশ্বকাপের ইতিহাসে এটি মাইলফলক তো বটেই, যে কোনো খেলা মিলিয়েই বিশ্ব ক্রীড়াঙ্গনে মেয়েদের কোনো টুর্নামেন্টে দর্শক উপস্থিতির রেকর্ড হতে যাচ্ছে এবার। 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার জানান, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের ১০ লাখ ৩২ হাজার ৮৮৪ টিকেট বিক্রি হয়েছে। ২০১৯ ফ্রান্স বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে তা এখনই।

নারী বিশ্বকাপের নবম আসর শুরু হচ্ছে আগামী ২০ জুলাই। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই আসর আগের সব টুর্নামেন্টকে ছাপিয়ে যাবে বলেই মনে করেন ফিফা সভাপতি। 

প্রবল দর্শক চাহিদার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি পূর্ব নির্ধারিত স্টেডিয়াম থেকে এর মধ্যেই বড় স্টেডিয়ামে সরিয়ে নিয়েছে ফিফা। ম্যাচটি এখন হবে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায়, যেখানে দর্শক ধারণক্ষমতা সাড়ে ৮৩ হাজার। এই ম্যাচের ঘণ্টা দুয়েক আগে অকল্যান্ডের ইডেন পার্কে নরওয়ের মুখোমুখি হবে আরেক স্বাগতিক দল নিউজিল্যান্ড। সব মিলিয়ে উদ্বোধনী দিনেই গ্যালারির দর্শক ছাড়িয়ে যাবে ১ লাখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news