বেনজেমার পর ফরাসি মিডফিল্ডার কন্তেকে দলে নিলো আল ইত্তিহাদ

গুঞ্জন ছিল, ইউরোপ ছেড়ে সৌদি আরবে পারি জমাবেন এনগুলো কন্তে। অবশেষে সেটাই সত্যি হল। সৌদির ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন এই ফরাসি মিডফিল্ডার। এ খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাবজিও রোমানিও।

তিনি জানান, বাৎসরিক ১০০ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য আল ইত্তিহাদে যোগ দিয়েছেন কন্তে। তাছাড়া কমার্শিয়াল থেকে আরও আয় করার সুযোগ পাবেন তিনি।

ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেছেন কন্তে। এছাড়াও ২০২১ সালে ইংলিশ ক্লাব চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন এই ফরাসি মিডফিল্ডার।

এদিকে কয়েক দিন আগেই সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে নাম লেখান করিম বেনজেমাও। সৌদির ক্লাব থেকে পাওয়া লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টানেন এই ফরাসি স্ট্রাইকার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news