শ্রীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

 শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট, বালক  (অনূর্ধ্ব ১৭) ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় শ্রীনগর স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার তন্তর ইউনিয়ন ৬-০ গোলে শ্যমসিদ্ধি ইউনিয়নকে হারিয়ে  বিজয়ী হয়।  শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনমুন্সীগঞ্জ ১ আসনের এমপি মাহী বদরুদ্দোজা চৌধুরী।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি)সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বকর সিদ্দিক, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব,  আওমালীগের কেন্দ্রীয় নেতা মাকসুদুল আলম ডাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান এম মাহবুব উল্লাহ কিছমত, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, শ্রীনগর উপজেলা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হানিফা নোমান, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ খেলা শেষে সম্মননা ক্রেট ও পুরস্কার বিতরণ করেন।

সবকটি খেলার রেফারীর দ্বায়িত্ব পালন করেন আবুল বাসার মোঃ আশ্রাফুল আলম,মোঃ শফিকুল ইসলাম। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news