দুইশতম আন্তর্জাতিক ম্যাচে পর্তুগালকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়লেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে আইসল্যান্ডের তুমুল প্রতিরোধের বিরুদ্ধে শেষ সময়ে গোল করলেন রোনালদো।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ইউরো বাছাইয়ের ম্যাচটি অধিনায়কের ওই একমাত্র গোলেই জিতেছে পর্তুগাল। চলতি বাছাইয়ে এই নিয়ে চার ম্যাচ খেলে সবকটিতেই জিতল রবের্তো মার্তিনেসের দল। এর আগে সবশেষ ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেখা হয়েছিল এই দুই দলের। গ্রুপ পর্বের সেই লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। সেবার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড আগে থেকেই রোনালদোর। এবার তা আরও বাড়িয়ে নিলেন তিনি; ২০০ ম্যাচে তার গোল হলো ১২৩টি।

একই সঙ্গে এবারের বাছাইয়ে এখন পর্যন্ত জাল অক্ষতই রইল পর্তুগালের। চার ম্যাচে তারা গোল করল মোট ১৪টি। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।

আরেক ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারানো স্লোভাকিয়া ১০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। আর বসনিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে লুক্সেমবুর্গ। ৭ পয়েন্ট নিয়ে তারা আছে ৯ নম্বরে। আইসল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে বসনিয়া। কোনো পয়েন্ট না পাওয়া লিখটেনস্টাইন আছে ৬ দলের গ্রুপের তলানিতে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news