এএফসি চ্যাম্পিয়নস লিগে কিংসের প্রতিপক্ষ শারজা এফসি

এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ডে শারজা এফসির বিপক্ষে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

এশিয়ান ফুটবল কনফেডারেশনস (এএফসি) বুধবার চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক ও প্লে–অফ পর্বের সূচি প্রকাশ করেছে। আগামী ১৫ আগষ্ট সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের ক্লাবটির মুখোমুখি হবে কিংস। তবে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের প্রথম দল হিসেবে এশিয়ার শীর্ষ স্তরের ক্লাব প্রতিযোগিতার বাছাই পর্বে খেলবে বসুন্ধরা কিংস। এই ম্যাচের বিজয়ী দল প্লে-অফে মুখোমুখি হবে ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসির। যে ম্যাচ জিতলেই গ্রুপ পর্বে খেলার সুযোগ মিলবে।

কিংসের প্রতিপক্ষ শারজা এফসি অবশ্য বেশ শক্তিশালী দল। ২০২২-২৩ মৌসুমে আরব আমিরাতের প্রো লিগে তারা শিরোপা জিতেছে। ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে খেলেছিল তারা।

এই দলটিতে খেলে থাকেন সাবেক দুই বার্সেলোনা ফুটবলার মিরালেম পিয়ানিচ ও পাকো আলকাসের। আছেন রোমা, নাপোলির জার্সিতে খেলা গ্রিসের কস্তাস মানোলাস।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news