পাকিস্তানের বিপক্ষে লাল কার্ড দেখলেন ভারতের কোচ

 যে কোনো খেলার আসরে ভারত-পাকিস্তান মানেই টান টান উত্তেজনা। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়। ম্যাচের ৪৭ মিনিটে লাল কার্ড দেখেন ভারতের কোচ স্টিমাচ।

পাকিস্তানের আব্দুল্লাহ ইকবাল দ্রুত থ্রো নিতে গেলে তাতে বাধা দেন ভারতের কোচ। গুরুত্বপূর্ণ জায়গা এবং সময় হওয়ায় কোচের এই অহেতুক বাধার কারণে রেফারি তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন। ওই সময় পর্যন্ত ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিলো  ভারত।

এর আগে, বেশ কিছুদিন আগে সাফে অংশগ্রহণের লক্ষ্যে পাকিস্তানের ফুটবল ফেডারেশন দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল। এতদিন সেই অনুমতি না পাওয়াতেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জেগেছিল সংশয়। অবশেষে দেশটির সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news