আফগানিস্তানের নাদিয়া ডেনমার্কের ফুটবলার, কথা বলেন ১১ দেশের ভাষায়

নাদিয়া নাদিম-জন্মসুত্রে আফগানিস্তানের মেয়ে, জন্ম ২ জানুয়ারি ১৯৮৮। নাদিয়ার বয়স যখন এগারো তখন আফগানিস্তানের তালেবান সৈন্যরা তার বাবাকে হত্যা করে, যিনি আফগান আর্মির একজন জেনারেল ছিলেন। পরবর্তীতে তাদের পরিবারের অন্য সবাইকে মেরে ফেলার ফতোয়া দেয়। উপায়ন্তর না দেখে বেঁচে থাকার আশায় নাদিয়ার চার বোন ও মা একটা ট্রাকের পেছনে বসে দুর্গম পথ পেরিয়ে পাকিস্তান হয়ে ডেনমার্ক-এ পালিয়ে যায়।

নাদিয়া এখন ডাক্তার। পৃথিবীর গুরুত্বপূর্ণ এগারোটি ভাষায় তিনি অনর্গল কথা বলতে শিখেছেন। নাদিয়া ভালো ফুটবল প্লেয়ারও। তিনি ডেনমার্কের হয়ে প্রায় ১০০টি ফুটবল ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২০০টির মতো। ফেসবুক থেকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news