নারী বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষ ফ্রান্স ও পানামার বিরুদ্ধে লড়বে ব্রাজিল

আগামী মাসেই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বসবে এবারের নারী বিশ্বকাপ। ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে ব্রাজিল নারী ফুটবল দল। বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যেই এবারের আসরে মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা।

আসন্ন নারী বিশ্বকাপে এফ গ্রুপে রয়েছে ব্রাজিল, যেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী ফ্রান্স, জামাইকা ও পানামাকে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে। নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৫টায় পানামার বিপক্ষে লড়বে ব্রাজিলের মেয়েরা। পানামার বিপক্ষের সেই ম্যাচের পরই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।  

নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৯ জুলাই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়বে ব্রাজিলের মেয়েরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ আগস্ট জামাইকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

এদিকে, ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নারী বিশ্বকাপে রয়েছে জি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইতালি, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে। নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালি নারী দলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনার মেয়েরা আর ২৭ জুলাই আর্জেন্টিনার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে লড়বে ২ আগস্ট।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news