মেসির ইন্টার মায়ামিতে অভিষেক হলো বদলি খেলোয়াড় হিসেবে

গুঞ্জন ছিলো মিয়ামিতে অভিষেক ম্যাচে শুরুর একাদশে থাকবেন না মেসি। শেষ পর্যন্ত সেটাই হলো। মেসিকে নামানো হলো ম্যাচের ৫৪ তম মিনিটে। দর্শকদের উষ্ণ অভ্যর্থনা সঙ্গী করে আমেরিকান ফুটবলে পা রাখেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

মেসির অভিষেকের দিন আমেরিকান ফুটবলে অভিষেক হয়েছে সার্জিও বুসকেটসেরও। মেসিকে মাঠে নামানোর প্রায় সঙ্গে সঙ্গেই তার সাবেক সতীর্থকেও মাঠে নামান ইন্টার কোচ টাটা মার্টিনো। 

প্রথম ম্যাচে মাঠে নেমে শুরুতেই বিপদের মুখে পড়েন মেসি। প্রথমার্ধে এগিয়ে থাকা মায়ামি তার মাঠে নামার ১০ মিনিটের মাথায় লিড হারায়। তবে ঠাণ্ডা মাথায় দলকে জয় এনে দেন মেসি। অভিষেক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ১০ ম্যাচ পর দলকে জয়ের আনন্দে ভাসান আর্জেন্টাইন মহাতারকা। 

ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে জালে বল জড়ান বাঁ পায়ের জাদুকর। আর এর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে মিয়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়াম। এই জয়ে লিগ কাপে শুভসূচনা করেছে মায়ামি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news