সৌদি আরবের আল নাসরে যোগ দিচ্ছেন সেনেগালিজ সাদিও মানে!

 সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে বায়ার্ন মিউনিখে থাকতে চান । কিন্তু তাকে বেছে দিতে চায় জার্মানির ক্লাবটি। তাই ক্লাবের চাওয়াকে প্রাধান্য দিয়ে দলবদল করতে রাজি হয়েছেন তিনি। খবর দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর।

রোমানো বলছেন, আল নাসরে যোগ দিতে পারেন সাদিও মানে। সৌদি ক্লাবটির সঙ্গে নাকি তার কথাবার্তাও চলছে। দুই পক্ষের সমঝোতা হয়ে গেলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই ক্লাবে দেখা যাবে মানেকে।

২০২২ সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন মানে। শুরুর দিকে কিছুদিন ভালো গেলেও এরপর ক্লাবের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে তার। মাঝে খেলোয়াড়দের সঙ্গেও গন্ডগোল পাকে। এবার তাকে বেছে দেয়ার সিদ্ধান্তই নিলো বাভারিয়ানরা।

বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার আগে মানে দীর্ঘদিন খেলেছেন ইংলিশ জায়ান্ট লিভারপুলে। কিন্তু নিজ দেশের সমর্থকের অনুরোধে লিভারপুল ছাড়েন তিনি। ২০১৬ সালে লিভারপুলে যোগ দেয়া মানে ক্লাবের হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, এফএ কাপ, কারাবো কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news