সকিনের পর শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন হৃদয়তা

 তাসকিন আহমেদের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) খেলার প্রস্তাব পেয়েছেন তাওহিদ হৃদয়। তাকে প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংস।

সোমবার (২৪ জুলাই) এলপিএলে ডাক পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হৃদয়। মূলত শোয়েব মালিকের পরিবর্তে তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। 

হৃদয় বলেন, জাফনা কিংস থেকে খেলার প্রস্তাব পেয়েছি। তিন-চারটি ম্যাচের জন্য যেতে পারি। বোর্ডকে সেভাবেই জানিয়েছি।

এর আগে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নেই হৃদয়ের। হৃদয়ের আগে এলপিএলের দল ডাম্বুলা অরা থেকে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। টাইগার পেসার বর্তমানে জিম আফ্রো টি-টেন লিগ মাতাচ্ছেন।

এলপিএলের এবারের আসর শুরু হবে আগামী ৩০ জুলাই। শেষ হবে ২০ আগস্ট। এসময় বাংলাদেশ জাতীয় দলের কোনো ম্যাচ না থাকলেও তাসকিন-হৃদয়ের এলপিএলে খেলা এখনো নিশ্চিত নয়। কারণ এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে এ মাসের শেষের দিকে জাতীয় দল নিয়ে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে  দুজনকে ক্যাম্পের বাইরে গিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।
 
জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে এবারের এলপিএলে খেলবেন মোহাম্মদ মিঠুন। তাকে নিলাম থেকে কিনে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তিনি খেলবেন গল গ্লাডিয়েটর্সের হয়ে। একই দলের হয়ে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news