কাসি ফেইর, বিশ্বকাপে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার 

মেয়েদের বিশ্বকাপ ফুটবল চলছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এই আসরেই ভেঙে গেলো ২৪ বছর আগের এক রেকর্ড। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ কোরিয়া। এশিয়ার দেশটি ২-০ গোলে হেরে গেলেও তাদের এক ফুটবলার বয়সের কারণে ইতিহাসে ঢুকে গেছেন। তিনি কাসি ফেইর। বিশ্বকাপে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার।

এত দিন মেয়েদের বিশ্বকাপ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন নাইজেরিয়ার মেয়ে ইফিয়ানি চিয়েজিনের। ১৯৯৯ সালের নারী বিশ্বকাপে ১৬ বছর ৩৪ দিন বয়সে তিনি খেলতে নেমেছিলেন।

তাকে টপকে নতুন রেকর্ড গড়লেন কাসি ফেইর। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৬ বছর ২৬ দিন। যা ইফিয়ানির চেয়ে মাত্র আট দিন কম। দক্ষিণ কোরিয়ার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুই ম্যাচ খেলে ৫ গোল করে বিশ্বকাপ দলে সুযোগ পান ফেইর।

নিজের বিশ্বকাপ অভিষেক ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেননি। তার পরও দলটির ইংলিশ কোচ বেল এই ফরোয়ার্ডকে নিয়ে বেশ উচ্ছ্বসিত, ক্যাম্পে সে দুর্দান্ত ছিল। তবে ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় নেমে প্রভাব রাখাটা যেকোনো বয়সের খেলোয়াড়ের জন্যই কঠিন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি


 

news