পায়ে রোনালদোর ট্যাটু নিয়ে সমালোচনার মুখে আর্জেন্টাইন ফরোয়ার্ড

পায়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ট্যাটু করিয়ে মারাত্মক বিপাকে আর্জেন্টিনা নারী দলের ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজ। সামাজিক মাধ্যমে তাকে ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। অবশেষে বাধ্য হয়ে তার ব্যাখ্যা দিয়েছেন রদ্রিগেজ। রোনালদো তার পছন্দের ফুটবলার হলেও, মেসিকে ঘৃণা করেন না বলে জানিয়েছেন তিনি।

৩৬ বছর পর যে লিওনেল মেসির কারিশমায় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা তাকে ভক্তরা মাথায় তুলে রাখবে এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটা যদি হয় উল্টো, তাও আবার কোনো আর্জেন্টাইন ফুটবলার ঘটান এমন কাণ্ড তাহলে বিষয়টা অবশ্যই আলোচনা দাবি রাখে।

 এমন কাণ্ডই করেছেন আর্জেন্টিনা নারী দলের ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজ। তার পায়ে দিয়াগো ম্যারাডোনার ট্যাটু থাকলেও নেই লিওনেল মেসির। তার বদলে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বিষয়টা দৃষ্টি গোচর হবার পর শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বাধ্য হয়ে এ বিষয়ে এবার মুখ খুললেন রদ্রিগেজ।
 
তিনি বলেন, ‘মেসি আমাদের সেরা অধিনায়ক। জাতীয় দলে তার অবদান অবিস্মরণীয়। কিন্তু আমার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। তার মানে এই না, আমি মেসিকে ঘৃণা করি। আমরা শুধু আমাদের খেলোয়াড়দের ভালোবাসব, অন্য দেশের কেউ প্রিয় হতে পারবে না, বিষয়টা এমন না।’

মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না ইয়ামিলা রদ্রিগেজের। নারী বিশ্বকাপে মাঠে নামলেও গোল করতে পারেননি তিনি। ইতালির কাছে হেরেছে তার দল আর্জেন্টিনা। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে ট্যাটু কাণ্ড।
 
ইয়ামিলা বলেন, ‘দয়া করে এবার বাদ দিন। এই বিষয়টাকে আমি আর নিতে পারছি না। কখন বলেছি আমি মেসির বিপক্ষে? আমি সত্যিই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’
  
এখন ভিন্ন কথা বললেও বিতর্ক নিজেই উস্কে দিয়েছেন ইয়ামিলা রদ্রিগেজ। পায়ে রোনালদো আর ম্যারাডোনার ট্যাটু করিয়ে ঘোষণা দিয়েছিলেন দু-জন বিশ্বসেরা ফুটবলার আমার পায়ে!সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news