বিশ্বকাপের আগে ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন আর্চার

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসর। এর আগেই সুখবর পেলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। লম্বা ইনজুরি কাটিয়ে ফিট হয়ে ফিরছেন দলের তারকা পেসার জোফরা আর্চার। এ খবর নিশ্চিত করেছেন ইংল্যান্ড দলের সহকারী কোচ পল ফ্যাবরেস।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন আর্চার। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে সুপার ওভার করেছিলেন এই পেসার। এছাড়া বল হাতে ২০ উইকেট নিয়ে ছিলেন শীর্ষ অবস্থানে। 

তবে আর্চার বড্ড ইনজুরি প্রবণ। ২৮ বছর বয়সী পেসার এ বছর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে ছিলেন। কিন্তু অ্যাশেজে তাকে দল মিস করেছে ব্যাক ইনজুরিতে। তবে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে এমন সুখবর দেওয়ার পর ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফিরেছে।

ফ্রাবরেস বলেন, সে উন্নতি করছে। বিশ্বকাপের দৌড়ে সে থাকবে যা আমাদের জন্য দারুণ খবর। তাকে যত্ন করতে হবে। এখন তার অবস্থান ভালো। তবে আগামী কয়েক বছর ইংল্যান্ডের হয়ে তাকে খেলাতে হলে তাকে সেভাবেই যত্ন করতে হবে। যেমন আমরা তাকে ২০২৫ অ্যাশেজে অবশ্যই চাইছি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news