ইউসুফের বিধ্বংসী ব্যাটিংয়ে ফাইনালে মুশফিকের জোহানেসবার্গ

 জিম-আফ্রো টি-টেন লিগের শুরুটা ভালো করতে পারেনি মুশফিকুর রহিমের দল জোহানেসবার্গ বাফেলোস। টানা তিন ম্যাচ হারের পর দুর্দান্ত পারফরম্যান্স করে আসরে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফ নিশ্চিত করে বাফেলোস। শুক্রবার হারারেতে ফাইনালে উঠার লক্ষ্যে ডারবান কালান্দার্সের বিপক্ষে মাঠে নামে দলটি। এই ম্যাচে ইউসুফ পাঠানের ঝড়ে ৬ উইকেটের জয় পেয়েছে বাফেলোস। এতে আসরের ফাইনাল নিশ্চিত করে মুশফিকের দল। 

শুক্রবার প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৪০ রান তোলে ডারবান। দলটির হয়ে আন্দ্রে ফ্লেচার ১৪ বলে ৩৯, আসিফ আলী ১২ বলে ৩২ এবং নিক ওয়েলস ৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন। 

জবাব দিতে নেমে ৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান তুলতে পারে জোহানেসবার্গ। তবে সাবেক ভারতীয় ব্যাটার ইউসুফ পাঠান চারে ব্যাট করতে নেমে ঝড় তোলেন। তিনি ২৬ বলে খেলেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাট থেকে আসে পাঁচটি চার ও আটটি ছক্কার শট। 

তার সঙ্গে ছোট্ট একটা ইনিংস খেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটার ১০ বলে দুই চারে ১৪ রানের ইনিংস খেলেন। এক বল থাকতে জয় তুলে নেয় জোহানেসবার্গ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news