লন্ডনে দুই দিনের পর্যবেক্ষণে আছেন তামিম

আর মাত্র দুই দিন পর মিরপুরে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। তবে কোমরে চোটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে লন্ডনে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার তাকে ব্যথানাশক ইনজেকশন দেয়া হয়েছে। বর্তমানে দুই দিনের পর্যবেক্ষণে রয়েছেন দেশসেরা ওপেনার।

শুক্রবার এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। লন্ডনে তামিমের সঙ্গে আছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। 

দেবাশিষ চৌধুরী বলেন, কোমরের চোটের কারণে একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন তামিম। ব্যথা সামলানোর জন্য তাকে কাল বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসাও দেয়া হয়। আগামী দুই দিন তিনি পর্যবেক্ষণে থাকবেন। এরপর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে বুধবার তামিমের এমআরআই করানো হয়। পরদিন পিঠের নিচের অংশে ইনজেকশন দেয়া হয়। তামিম এর আগেও এমন ব্যথানাশক ইনজেকশন দিয়ে ক্রিকেট খেলেছেন।

কয়েক বছর ধরেই কোমরের চোট ভোগাচ্ছে তামিমকে। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজ খেলেননি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news