আইডল রোনালদোর ৭ নম্বর জার্সি পরে খেলবেন ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদে এসে ৭ নম্বর জার্সিটিকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১০ সালের পর জার্সি নম্বরটি নিজের  ট্রেডমার্কেই পরিণত করেছেন পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী। এবার রিয়ালের সেই ৭ নম্বর জার্সি পেলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। জানালেন, রোনালদোই তার আইডল। 

দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস-রদ্রিগো মাঠ ও বাইরে দুর্দান্ত এক জুটি। রিয়ালের সঙ্গে একই মৌসুমে চুক্তিবদ্ধ হয়েছিলেন দুজনই। করিম বেনজেমা, মার্কো আসেনসিও এবং এডেন হ্যাজার্ডের পর এবার রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির ভরসার জায়গাও এই জুটি। যা তাদের জার্সির সংখ্যাতেই প্রকাশ পেয়েছে। এবার লস ব্লাঙ্কোসদের হয়ে ভিনিসিয়াস ৭ নম্বর এবং রদ্রিগো ১১ নম্বর জার্সিতেই মাঠ মাতাবেন। সূত্র: গোলডটকম

২৩ বছর বয়সী ভিনিসিয়ুস বলেছেন, এই জার্সিটি পাওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক দুর্দান্ত খেলোয়াড়ই পরেছেন এই নম্বরের জার্সি। এটা আমার কাছে অনেক কিছু। এই সংখ্যাটি আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। এ জার্সিতে মাদ্রিদে অনেক খেলোয়াড় আছেন যারা এই ক্লাবের রোল মডেল।

আমি রোনালদোকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তার অনেক ভিডিও দেখেছি। ক্লাবে তিনি একটা নতুন যুগের শুরু করে দিয়ে গেছেন। আমার জন্য তিনি আইডল। রোনালদো অনেক শিরোপা জিতেছেন, তার কাছাকাছি যাওয়াও আমার জন্য বড় অর্জন। সূত্র: মার্কা

২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনি। প্রথম তিন মৌসুম আলো ছড়াতে না পারলেও এখন নিয়মিত গোলদাতা এই ফরোয়ার্ড। ২০২১-২২ মৌসুমে ২২ গোলের পাশাপাশি ২০ অ্যাসিস্ট করেছেন। ২০২২-২৩ মৌসুমে ২৩ গোল ও ২১ অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news