রাতে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা

প্রীতি ম্যাচে আজ রাতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হতে পারে প্রাক মৌসুম প্রস্তুতি কিংবা প্রীতি ম্যাচ। তবুও ক্লাব ফুটবলে এখনো আবেদনের শীর্ষে এল ক্লাসিকো।

সাম্প্রতিক ধারা মেনে এবারও যুক্তরাষ্ট্রে বসছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীতার লড়াই। এবার টেক্সাসের বিখ্যাত এটি এন্ড টি স্টেডিয়ামে। 

পরাজয়ে এবার মার্কিন সফর শুরু হয়েছে বার্সেলোনার। লস অ্যাঞ্জেলস থেকে আর্সেনালের কাছে ৫-৩ গোলে হেরে এসেছে কাতালানরা। যদিও প্রীতি ম্যাচের ফল সিরিয়াসলি নিতে নারাজ জাভি হার্নান্দেজ।

মৌসুমে রিয়ালের শুরুটাও হয়েছে ঠিকঠাক। এসি মিলানের পর হারিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেডকে। বার্সাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে আত্মবিশ্বাসী লস ব্লাঙ্কোস।

সাম্প্রতিক পরিসংখ্যানও দিচ্ছে জমাট লড়াইয়ের আভাস। শেষ ৫ ক্লাসিকোয় ৩টাতে বার্সেলোনা বাকি দুটি জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় কাতালানদের কাছে হারলেও কোপা দেলরের সেমিফাইনালে ফিরতে লেগে সে শোধ নিয়েছিলো লস ব্লাঙ্কোস। সে ম্যাচে ৪-০ গোলে জাভির দলকে উড়িয়ে দিয়েছিল আনচেলত্তি শিষ্যরা। 

কম্পিটিটিভ ফুটবলে দুদলের ২৫৪ দেখায় এগিয়ে রিয়াল। বার্সার একশো ম্যাচের বিপরীতে লস ব্লাঙ্কোরা জিতেছে ১০২ টিতে। তবে প্রীতি ম্যাচে কাতালানদের জয়জয়কার। মাদ্রিদ জায়ান্টদের ৬ জয়ের বিপরীতে ব্লগরানারদের জয় ২৩টিতে।

তবে প্রীতি ম্যাচ হওয়ায় সেরা দল খেলানোর সম্ভাবনা কম দুদলের। রিয়ালের হয়ে অভিষেকের অপেক্ষায় নতুন সাইনিং আরদা গুলার। আর ইনজুরি কাটিয়ে কাতানাল একাদশে ফিরতে প্রস্তুত জুলেস কুন্দে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news