ইতিহাস গড়ে নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

কলম্বিয়ার মেয়েরা গেলো বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। ২০১১ সালে বৈশ্বিক আসরে প্রথমবার সুযোগ পাওয়ার পর পরের আসরে উঠেছিল শেষ ষোলোতে। এবার এক আসর পর নারী ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়েছে কলম্বিয়া। প্রথমবারের মত শেষ আট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো লাতিন আমেরিকার দেশটির মেয়েরা।

এবারের নারী বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে জ্যামাইকার স্বপ্ন ভেঙে দিয়ে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে কলম্বিয়া। শেষ ষোলোয় দক্ষিণ আমেরিকান দলটি একমাত্র গোলটি পেয়েছে ৫১ মিনিটে। কলম্বিয়ান অধিনায়ক কাতালিনা উসমে করেছেন জয়সূচক গোল।

মঙ্গলবার (৮ আগস্ট) মেলবোর্নে দুদলের সমানে সমান লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। অবশেষে দ্বিতিয়ার্ধের ৫১ মিনিটে ডেডলক ভাঙে কলম্বিয়া। আনা গুজমানের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর বাঁ পায়ের কোণাকুণি শটে ম্যাচের একমাত্র গোলটি করেন কাতালিনা উসমে।

এর তিন মিনিট পর জ্যামাইকার সুবর্ণ সুযোগ ছিল সমতা ফেরানোর। কিন্তু মিডফিল্ডার জডি ব্রাউনের হেড জাল কাঁপাতে পারেনি। এরপর আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে কোনো দল পায়নি গোলের দেখা। ফলে একমাত্র গোলের জয় নিয়ে পরের রাউন্ডে পা রাখল কলম্বিয়ার মেয়েরা। সিডনিতে আগামী ১২ আগস্ট নারী বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে কলম্বিয়ার প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news