নেইমারের বার্সায় আসা নিয়ে জাভির কণ্ঠে নতুন সুর

কয়েক দিন আগেই গুঞ্জন উঠেছিলো উসমান দেম্বেলেকে দলে নিয়ে নেইমারকে বার্সেলোনার কাছে ধার দিবে পিএসজি। কিন্তু নেইমারকে দলে নিতে আগ্রহ দেখানি বার্সা কোচ জাভি হার্ন্ডাডেজ। সম্প্রতি নেইমারের ব্যাপারে জাভির অবস্থানের ক্ষেত্রেও তেম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এত দিন ধরে না বলে আসা জাভি এবার আর সরাসরি না বলেননি। বলেছেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটা শেষ পর্যন্ত দেখতে চান তাঁরা।

হোয়ান গাম্পার ট্রফিতে টটেনহামকে ৪-২ গোলে হারানোর পর নেইমারের দলবদল নিয়ে কথা বলেছেন জাভি। গত পরশু লেকিপ জানায়, নেইমার পিএসজিকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। এর পর থেকে মূলত আলোচনায় তার বার্সায় আসার প্রসঙ্গটি। জাভি বলেছেন, গত বছর আমি অন্য একটি দলের একজন খেলোয়াড়ের নাম বলেছিলাম এবং তারা রাগ করেছিল। তাই এখন দলবদলের বাজার শেষ হওয়ার আগপর্যন্ত আমরা কী ঘটছে তা দেখতে চাই।

জাভির ধারণা, এখনো বার্সায় সেরাটা দেওয়ার সুযোগ আছে দেম্বেলের। যে কারণে এই স্প্যানিশ কোচ তাঁকে ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু দেম্বেলে নিজেই থাকতে রাজি নন। এখন তাঁর বিদায়ই নেইমারের জন্য বার্সার দরজা খুলে দিতে পারে। এর আগে লিওনেল মেসি বার্সায় থাকার সময় একবার নেইমারকে ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তখন নেইমারকে ফেরানোর ব্যাপারে রাজি হয়নি বার্সা কর্তৃপক্ষ। এখন আরও একবার নেইমারের বার্সায় ফেরার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নেইমারের পিএসজি ছেড়ে বার্সায় আসা হবে কি না, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

নেইমারের সম্ভাব্য গন্তব্যের তালিকায় শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির নামও। এর আগে পিএসজিতে চেলসির বর্তমান কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে খেলেছিলেন নেইমার। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ডের দাবি, নেইমারকে দলে টানার কোনো ইচ্ছা নেই পচেত্তিনোর। নেইমারের খেলার ধরন চেলসির খেলার ধরনের সঙ্গে যাবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে পচেত্তিনোর মনে। যে কারণে এ মুহূর্তে নেইমারকে চান না আর্জেন্টাইন এই কোচ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news