শারজাহ এএফসির কাছে হেরে স্বপ্নভঙ্গ বসুন্ধরা কিংসের

বাংলাদেশের প্রথম দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেই ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। তবে ইতিহাস গড়ার দিনটা জয় দিয়ে রাঙাতে পারলেন না অস্কার ব্রুজোনের শিষ্যরা। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শারজাহ এফসিকে হারানোর স্বপ্ন নিয়ে মঙ্গলবার রাতে মাঠে নেমেছিলো বসুন্ধরা কিংস। তবে লড়াই করেও হার এড়াতে পারেনি কিংসরা। ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের ক্লাবটির।

একদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭২ নম্বরে থাকা আরব আমিরাতের লিগে ছয়বারের চ্যাম্পিয়ন শারজাহ এফসি। অন্যদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৯ নম্বরে থাকা বাংলাদেশের লিগে টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। লড়াইটা ছিল দুই অসমান প্রতিপক্ষের। তবে লড়াইয়ের মাঠে ব্যবধান বোঝা গেছে খুব কমই। বরং বসুন্ধরা কিংস হাতে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্নও হতে পারত।

ম্যাচের শুরুর দিকেই ডরিয়েলটন দারুণ এক সুযোগ পেয়েছিলেন। রবসনের কর্নার কিকে হেড করেছিলেন তিনি। কিন্তু হেডটা জুতসই না হওয়ায় মাঠের বাইরে চলে যায় বল। এরপর দ্বিতীয়ার্ধ্বেও ডরিয়েলটন সুযোগ হারান। মিগেল ফিগেইরার পাসে বল পেয়ে ডি বক্সের ভিতর থেকে শট নেন তিনি। এবার তার শটটা রুখে দেন শারজাহর গোলরক্ষক দারবিশ মোহাম্মদ। সুযোগ হারিয়েই জয় হাতছাড়া হলো কিংসের।

অন্যদিকে প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে এগিয়ে যায় আমিরাতের দল। গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার লুয়ান পেরেইরা। ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শারজাহ। বাম দিক থেকে সেলিম আলির ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়ান লুয়ান পেরেইরা। এই ব্রাজিলিয়ানই কিংসের স্বপ্ন জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান। 

বসুন্ধরা কিংস পরাজয়ের পর তাদের ফেসবুক পেজে লিখেছে, দুর্ভাগ্য আমাদের। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news