ঈগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে ঢাকা আবাহনী

বুধবার সিলেটে এএফসি কাপের প্রিলিমিনারি পর্বে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে মাছে নেমেছিলো ঢাকা আবাহনী। এই ম্যাচে ঈগলসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে এএফসি কাপের  প্লে অফ নিশ্চিত করেছে আবাহনী। শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফুটবলার দেনিলো।

সিলেট জেলা স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ৬ বিদেশি খেলোয়াড় নিয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণে যায় আবাহনী। ৫ মিনিটে মুজাফররভের একটি প্রচেষ্টা হাত উঁচিয়ে গোল হতে দেননি ঈগলস গোলকিপার। তবে ২০ মিনিটে আবাহনী গোলের দেখা পায়। ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

 বিরতির পর মাঠে নেমে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ঈগলস। ৬৪ মিনিটে ঈগলস ম্যাচে সমতায় ফেরে। মিলোভান পেট্রোভিচের ফ্রিকিকে দৌড়ে এসে ফাঁকায় চলতি বলে পা চালিয়ে দেন আহমেদ রিজোয়ান নিজেই। ৭৩ মিনিটে আবাহনী ব্যবধান বাড়ানোর কাছাকাছি পোঁছে গিয়েছিল। কর্নেলিয়াস একক প্রচেষ্টায় বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে শট নিলেও গোল বঞ্চিত থাকতে হয়েছে। গোলকিপার ঝাঁপিয়ে পড়ে বলের দিক পরিবর্তন করে দেন। ৮১ মিনিটে মালদ্বীপের  একজনের হেড সাইড বারে লেগে প্রতিহত হয়। পরের মিনিটে ফ্রিকিক থেকে আবাহনী মিলাদের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ভালো সুযোগ ছিল।

৮৯ মিনিটে আবাহনী জয়সূচক গোল পায়। মুজাফফরভের কর্নারে ব্রাজিলিয়ান দেনিলোর হেডে দলের সমর্থকদের মুখে চওড়া হাসি। ২২ আগস্ট ভারতের মোহনবাগান ও নেপালের মাচিন্দ্রা এফসির মধ্যে বিজয়ী দলের বিপক্ষে খেলবে আবাহনী লিমিটেড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news