মেসিদের ফাইনাল খেলা দেখতে সর্বোচ্চ টিকিট ১৩ লাখ টাকা

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির আগমনে মেজর লিগ সকারের (এমএলএস) চেহারা পাল্টে গেছে। বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ২৯তম স্থানে থাকা লিগটি লাইমলাইটে চলে এসেছে শুধুমাত্র আর্জেন্টাইন সুপারস্টারের কারণে।

অনুমিতভাবে ‘মেসি ইফেক্ট’ পড়েছে ইন্টার মায়ামির ম্যাচের ওপর। লিগস কাপের শেষ ষোলোয় মায়ামি বনাম এফসি ডালাসের মধ্যকার ম্যাচের সব টিকিট মাত্র ১০ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিল। এবার প্রতিযোগিতাটির ফাইনালে নাশভিলের মোকাবিলা করবে মেসির মায়ামি। সেই ম্যাচ মাঠে বসে দেখতে ১৩ লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন দর্শকরা।

রোববার সকাল ৭টায় নাশভিলের মাঠ জিওডিস পার্কে লিগস কাপের শিরোপার লড়াইয়ে নামবে ইন্টার মিয়ামি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৪৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৫০ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম রাখা হয়েছে ১১ হাজার ৯০০ ডলার বা ১৩ লাখ টাকার কিছু বেশি। সবচেয়ে দামি টিকিটের আসনটা মেসিদের ডাগআউটের ঠিক পেছনেই।

নাশভিলের সব ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করছে টিকিট বিক্রয় ও বিতরণ কোম্পানি টিকিটমাস্টার ইন্টারটেইনমেন্ট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news