দুবাই থেকে নীরবে ঢাকায় ফিরলেন সাকিব

গত রোববার দুবাইতে স্বর্ণের দোকান উদ্ভোধন করেছেন টাইগারদের তিন ফরমেটের অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে ছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার আশরাফুল ইসলাম। তবে সাকিব কবে দেশে ফিরবেন এই কথা ঠিক করে বিসিবির কর্মকর্তা কেউ বলতে পারেননি। কিন্তু সোমবার গণমাধ্যমকে লুকিয়ে বিমানবন্দর ত্যাগ করেন সাকিব।

শ্রীলঙ্কার এলপিএল খেলতে ২১ আগস্ট পর্যন্ত এনওসি বা ছাড়পত্র নিয়ে গেছেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার। ওই এনওসির শর্ত মেনেই পড়ন্ত  সোমবার বিকেলে দেশে ফিরেছেন সাকিব। সোমবার বিকেল সাড়ে ৫টার কয়েক মিনিট পর এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে রাজধানী ঢাকা পৌঁছেছেন সাকিব। সূত্র: জাগোনিউজ২৪

এদিকে সোমবার বিকেলে খুব চুপিসারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে বাসায় চলে গেছেন সাকিব। মিডিয়ার মুখোমুখি হননি। প্রচারমাধ্যমের সঙ্গে কোনো কথা বলার সুযোগও দেননি। সবার অগোচরে বিমানবন্দর ত্যাগ করেছেন।

এদিকে একটানা চারদিন (মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বন্ধ ছিল) ক্লোজডোরে এগিয়ে চলা টিম বাংলাদেশের প্র্যাকটিস দুদিন বিরতি ছিল। শুক্র ও শনিবার ছুটির পর ২০ আগস্ট থেকে আবার টানা তিনদিন অনুশীলন শুরু হয়েছে।

সোমবার ছিল জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। কাল মঙ্গলবারও চলবে অনুশীলন। আগামী পরশু ২৩ আগস্ট প্র্যাকটিস বিরতি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news