বিপিএল মাতাতে আসছে দুর্দান্ত ঢাকা

 বিপিএলে আগামী দুই মৌসুমের জন্য নতুন মালিকানায় দেখা যাবে ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে। গত আসরে নতুন মালিকানায় ঢাকা ডমিনেটর্স নামে ঢাকা ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশ করেছিল। এবার সেটি পরিবর্তন হয়ে ‘দুর্দান্ত ঢাকা’ হিসেবে দেখা যাবে।

গত আসরে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বণ্টনের সময়ে প্রগতি অটো রাইস মিল লিমিটেডকে দেয়া হয়েছিল ঢাকার মালিকানা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিসিবির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা দেয়া হয় রুপা ফেব্রিকসকে। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে ড্রাফট থেকে দল সাজায় ঢাকা। দলের নাম রাখা হয় ঢাকা ডমিনেটর্স। 

কিন্তু বিপিএলের আর্থিক নানা শর্ত পূরণ করতে না পারায় ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব ছেড়ে দেয় মালিকপক্ষ। এবার নিউটেক্স গ্রুপের মালিকানায় আগামী মৌসুমে ‘দুর্দান্ত ঢাকা’ নামে মাঠে নামবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

ইতোমধ্যে কোচ হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে নিশ্চিত করেছে দুর্দান্ত ঢাকা। গুঞ্জন রয়েছে প্রথমবারের মতো ঢাকা ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন মুশফিকুর রহিম। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষর হয়নি। এছাড়াও দেশি-বিদেশি অনেক ক্রিকেটারের সঙ্গেই আলোচনা চলছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া সূচি অনুযায়ী আগামী বছরের ৬ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএলের দশম আসর।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news