যুদ্ধের কারণে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ফিলিস্তিন ও লেবানন
গত এক মাস ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের। এর মধ্যেই হামাসের পক্ষ নিয়ে যুদ্ধেলিপ্ত হয়েছে প্রতিবেশ দেশ লেবাননও। যে কারণে বাংলাদেশ ও লেবাননের মধ্যকার ফুটবল ম্যাচ বাতিল করেছিলো বাবুফে। তবে বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচ বাতিল করার কোনো উপায় না থাকায়, নিরপেক্ষ ভ্যেনুতে সরিয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিন ও লেবাননের ম্যাচ।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের এশিয়ান অঞ্চলের দ্বিতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর খালিদ বিন মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হবে তারা।
এর আগে ম্যাচটি হওয়ার কথা ছিল লেবাননের রাজধানী বৈরুতে। কিন্তু গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই ফিলিস্তিনে ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েল। পরে তা ছড়িয়ে পড়ে লেবাননেও। যে কারণে বিকল্প ভেন্যু খুঁজতে হয় ফিলিস্তিন ও লেবাননকে।
ফিলিস্তিনের হোম ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফয়সাল আল হুসেইনি স্টেডিয়ামে। তবে আগামী ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা নিজেদের হোম ম্যাচটি খেলবে কুয়েতে।
ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে মেলবোর্নে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।
৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে নিশ্চিতভাবে জায়গা পাবে আট দল। আন্তঃমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে বিশ্ব মঞ্চে যাওয়ার সুযোগ থাকবে আরও একটি দলের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


