সিরাজকে হটিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে মহারাজ

আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। এ নিয়ে শেষ তিন সপ্তাহে তৃতীয়বার বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পরিবর্তন হলো। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে টপকে শীর্ষে উঠেছেন কেশব। এর আগে, গত ৮ নভেম্বর শীর্ষে উঠেছিলেন সিরাজ। গত ১ নভেম্বর শীর্ষে ছিলেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি।

সবশেষ হালনাগাদের পর তিন ম্যাচে ৭ উইকেট শিকার করেন প্রোটিয়া এই স্পিনার। এর মধ্যে পুনেতে বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট।

অন্যদিকে দুইয়ে নেমে যাওয়া সিরাজ সবশেষ তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। তবে কেশবের থেকে রেটিং পয়েন্টে খুব বেশি পেছনে নেই সিরাজ। কেবল ৩ পয়েন্টের ব্যবধান তাদের।
র‌্যাঙ্কিংয়ে চারে ও পাঁচে আছেন সিরাজের দুই সতীর্থ জাসপ্রিত বুমরাহ ও কুলদ্বীপ যাদব।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এখনও শীর্ষে ভারতীয় ওপেনার শুভমান গিল। এরপরই আছেন পাকিস্তানের বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। চার ও পাঁচে দুই ভারতীয় বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news