কোহলির ৫০তম সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ভারত

 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই থেকেই ব্যাট চালাতে থাকেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৪৭ রান করে ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। কোহলিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শুভমান গিল। পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ৮৪ রান।

এদিন টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন গিলও। ৪১ বলে নিজের ফিফটি পূরণ করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন বিরাট কোহলি। ৭৯ রানে আঘাত পেয়ে মাঠ ছাড়েন গিল। এরপর কোহলির সঙ্গে রান তুলতে থাকেন শ্রেয়াস আইয়ার। ৩৭ বলে ফিফটি পূরণ করেন তিনি। অন্যদিকে ১০৬ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩০৩ রান। শ্রেয়াস আইয়ার ৬৬ ও বিরাট কোহলি ১০৬ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news