বিশ্বকাপের মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া অপরিচিত নয়: মিশেল স্টার্ক 

দুই হারে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। গত বৃহস্পতিবার তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসরের ফাইনালে উঠে গেছে। রোববার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অজিরা। ভারত নামবে তৃতীয় শিরোপায় চোখ রেখে, অস্ট্রেলিয়ার মিশন হেক্সা।
ওই লড়াই সামনে রেখে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিশেল স্টার্ক জানিয়েছেন, বড় আসরে ভারত ও অস্ট্রেলিয়া অপরিচিত দল নয়। 

স্টার্ক বলেছেন, এজন্যই সম্ভবত আমরা খেলাধুলা করি। কারণ আমরা সেরা দলের মুখোমুখি হতে চাই। আর ভারত এখন পর্যন্ত আসরের সেরা দল। সেজন্যই আমরা এখানে। দুই দলের জন্যই এটা বড় মুহূর্ত।

চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই ম্যাচে জয় পেয়েছিল অজিরা। আবার ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। বড় ম্যাচে দুই দল আরও অনেকবার মুখোমুখি হয়েছে। 

বিষয়টি নিয়ে স্টার্ক বলেছেন, বছরের শুরুতে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিলাম। আমার মনে হয়, কোন দলের ড্রেসিংরুমেই বড় মঞ্চ নতুন কোন বিষয় নয়। সবাই ম্যাচ নিয়ে আবেগি ও উচ্ছ্বসিত। ড্রেসিংরুমের সকলে ফাইনাল খেলতে মুখিয়ে আছে। 

news