গিল, রোহিত ও শ্রেয়াশ আইয়ারকে হারিয়ে চাপে ভারত

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে প্রতি ম্যাচের মতো এদিনও ভারতকে ঝড়ো শুরু এনে দেন রোহিত শর্মা। তবে দলীয় ৩০ রানে ওপেনার শুভমান গিলের উইকেট হারায় স্বাগতিকরা। ভারতীয় এই ওপেনারকে সাজঘরে ফেরান অজি পেসার মিচেল স্টার্ক।

গিল ফিরলেও রোহিত ঝড় আহমেদাবাদে চলছিল। পাওয়ারপ্লে’র শেষ ওভারে রোহিতের সেই ঝড় থামান ম্যাক্সওয়েল। ক্রিজে এসে ফিরে গেছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ান শ্রেয়াস আইয়ারও। ভারতীয় এই মিডল অর্ডারকে ফেরান অজি অধিনায়ক প্যাট কামিন্স।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা। তবে ভারতের অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি শুভমান গিল। মিচেল স্টার্কের শর্ট অব লেন্থ ডেলিভারিতে সামনের পায়ের উপর ভর করে পুল করতে গিয়ে অ্যাডাম জাম্পার হাতে ক্যাচ দেন তিনি। গিলের ব্যাট থেকে এসেছে ৪ রান। দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত।

গিল ফিরে গেলেও রোহিত শার্মার ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে কোহলির হ্যাটট্রিক বাউন্ডারিতে সপ্তম ওভারেই পঞ্চাশ পূর্ণ করে ভারত।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news