অস্ট্রেলিয়ান রিকি পন্টিংকে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি

এক বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি এবার আরও একটি রেকর্ডে নাম লেখালেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের চূড়ায় উঠতে না পারলেও ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে। তার সামনে এখন কেবল শচিন টেন্ডুলকার।

আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে নামার আগে সাবেক বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়কের থেকে ২ রানে পিছিয়ে ছিলেন কোহলি। যা টপকাতে ৮ বল খেলেন ওয়ানডেতে পঞ্চাশ সেঞ্চুরির মালিক। চ্যানেলআই

পন্টিং বিশ্বকাপের ৫ আসরে ৪৬ ম্যাচের ৪২ ইনিংসে করেছিলেন ১৭৪৩ রান। যা টপকাতে কোহলির লাগল চারটি বিশ্বকাপ আর ৩৭ ম্যাচ।

সর্বোচ্চ ৬ বিশ্বকাপ খেলা শচিন ৪৫ ম্যাচে ৪৪ ইনিংসে ২২৭৮ রান করেছেন। ২০২৭ বিশ্বকাপেই হয়ত সেই রান টপকে শীর্ষে উঠবেন কোহলি।

এবারের বিশ্বকাপে সাতশর বেশি রান করে এরই মধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন কোহলি। শচিনের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির টপকে করেছেন ৫০ নম্বর সেঞ্চুরি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news