টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ঘরের মাঠে ফেভারিট হিসেবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেরতে নেমেছিলো স্বাগতিক ভারত। তবে আসরের টানা অপরাজিত থাকা ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডার বিধ্বস্ত হয়েছে কামিন্স-স্টার্কদের বোলিং তোপে।

রোববার গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ২৪০ রানে অলআউট হয় ভারত। এতে অজিদের হেক্সা মিশনের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৪১ রানের।

জবাবে ব্যাটিংয়ে নেমেই দ্রুত রান তুলতে থাকেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। তবে ইনিংস বড় করতে পারেনি ওয়ার্নার। ৭ রানে আউট হন তিনি। এরপর মিচেল মার্শ ১৫ রানে আউট হলে, দলীয়  ৪১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২ রান। ট্রাভিস হেড ৯ এবং স্টিভেন স্মিথ ১ রানে ব্যাট করছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news