তিন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স

 টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী বছর মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। এর আগে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির মেগা নিলাম।

এজন্য নতুন মৌসুমে ফ্র্যাঞ্চাইজিগুলো কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কাদের ছেড়ে দিবে তা আগামী ২৬ নভেম্বরের মধ্যে আয়োজকদের জানাতে বলা হয়েছে। সে হিসেবে কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর) ছেড়ে দেওয়ার তালিকা তৈরি করেছে।

আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন কেকেআর সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ খেলা তিন তারকা ক্রিকেটারকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে রয়েছেন ভারতের পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও নিউজিল্যান্ডের দুই পেসার লকি ফার্গুসন এবং টিম সাউদি।

গত বছর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে রেখে দিয়েছে দলটি। গত আইপিএলে ব্যাট হাতে জ¦লে উঠতে পারেননি এ অলরাউন্ডার। তাই দাবি উঠেছিল তাকে বাদ দেওয়ার। তবে আসন্ন আসরে কেকেআরের জার্সিতে আবারও দেখা যাবে তাকে।

গত বছর নিলামে শার্দূল ঠাকুরকে ১০ কোটি রুপিতে কিনেছিলো কলকাতা। তবে ১১ ম্যাচ খেলে মাত্র ৭টি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ১৬৮ রান। অন্যদিকে ফার্গুসন তিন ম্যাচ খেলে নিতে পেরেছিলেন মাত্র এক উইকেট তার জন্য ওভার প্রতি দিয়েছিলেন ১২ রান। সাউদি দুই ম্যাচ খেলে কোনো উইকেট পাননি, ওভার প্রতি ১৩ রান করে দিয়েছিলেন।

এবার কলকাতার তাদের পুরোনো তারকা গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে দলে টেনেছে। দু’বার আইপিএল ট্রফি পাইয়ে দেওয়া সাবেক অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে দল গঠনের ক্ষেত্রে। ক্রিকেটার ছাড়ার ব্যাপারেও নেয়া হয়েছে তার মতামত। ফলে বোঝাই যাচ্ছে, শিরোপা পুনরুদ্ধারে এবার আঁটসাঁট বেঁধে নামবে শাহরুখ খানের দলটি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news