বৃষ্টি আইনে ভারতকে হারিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

বোলাররা আগেই দক্ষিণ আফ্রিকাকে জয়ের রাস্তায় রেখেছিলো। বাকি কাজটা কোনো ঝামেলা ছাড়াই সারলো ব্যাটাররা। এতে করে বৃষ্টিস্নাত ম্যাচে ভারতকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিকদের। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই জয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সেন্ট জর্জ পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে ভারতকে ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। বৃষ্টির নামার আগে রিংকু সিংয়ের অপরাজিত ৬৮ ও অধিনায়ক সূর্যকুমারের ৫৬ রানে ভর করে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে ভারত। পরে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার সামনে ১৫ ওভারে ১৫২ রানের লক্ষ্যমাত্রা দেয়া হয়। রান তাড়ায় ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news