শিবলীর সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আরব আমিরাত ও জাপানের বিরুদ্ধে জিতে আগেই এশিয়া কাপের সেমিফাইনালের দ্বারপ্রান্তে ছিলো বাংলাদেশ। এবার বাকি কাজটি দুর্দান্তভাবে সেরে নিলেন টাইগার যুবারা। শিবলির হার না মানা শতরানের কল্যাণে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে লাল-সবুজের দেশ। শুক্রবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে এ’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিন বোলারদের সম্মিলিত অবদানে শ্রীলঙ্কাকে দুইশর নিচে থামিয়ে দেয় বাংলাদেশ। এরপর সাদামাটা লক্ষ্য তাড়ায় দলকে পথ দেখালেন ডানহাতি ওপেনার আশিকুর রহমান শিবলি। আগের দুই ম্যাচে ফিফটি করা উইকেটরক্ষক-ব্যাটার এবার তুলে নিলেন অপরাজিত সেঞ্চুরি। ফলে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো টাইগার যুবারা।

বুধবার দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বি’ গ্রুপের ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে কেবল ১৯৯ রান করতে পারে শ্রীলঙ্কা। জবাবে ৫৫ বল হাতে রেখে ৪ উইকেটে ২০৪ রান তুলে জয় নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জিতে বাংলাদেশ অর্জন করলো পূর্ণ ৬ পয়েন্ট। আগের ম্যাচে জাপানকে ৯৯ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছিল তারা। বাংলাদেশ আসর শুরু করেছিলো আয়োজক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬১ রানে জিতে। অন্যদিকে, এই হারে শ্রীলঙ্কা নিলো বিদায়। তিন ম্যাচ খেলে তারা পেয়েছে মাত্র ২ পয়েন্ট। আরব আমিরাত ৪ পয়েন্ট নিয়ে হয়েছে 'বি' গ্রুপের রানার্সআপ। তলানিতে থাকা জাপান কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার এ’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে প্রথম সেমিতে এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানকে মোকাবিলা করবে আরব আমিরাত।

শিবলি ১১৬ রানে অপরাজিত থাকেন। ১৩০ বল মোকাবিলায় তিনি মারেন ১১ চার ও ২ ছক্কা। এর আগে জাপানের বিপক্ষে হার না মানা ৫৫ ও আরব আমিরাতের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

news