ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে ১৮৯ রানের লক্ষ্য দিলো ভারত


টানা তিন জয়ে এশিয়া কাপের সেমিফাইনালে নিশ্চিত করেছিলো বাংলাদেশের যুবারা। শুক্রবার ফাইনালের লক্ষ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো জুনিয়র টাইগাররা। ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত হয় ভারতীয় ব্যাটাররা। ১৮৮ রানে অলআউট হয় তারা। এতে বাংলাদেশের যুবাদের লক্ষ্য দাঁড়ায় ১৮৯ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই ভারতীয় ওপেনার আদর্শ সিং ও আরশিন কুলকারনি। ২ রানে সিং এবং ১ রানে সজঘরে ফেরেন কুলকার্নি। শূন্য হাতে ফেরেন  অধিনায়ক উদয় শাহারান। শচীন ধস ১৬ রানে আউট হলে, ১৯ রান করে তাকে সঙ্গ দেন প্রিয়াংশু মোলিয়া। এরপর আরভেলি অবনীশ শূন্য রান আউট হলে , দলীয় ৬১ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

তবে মুরুগান অভিশেককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মুশির খান। ৬১ বলে নিজের ফিফটি পূরণের পর আউট হন মুশির। কিন্তু অপর প্রান্তে থিতু হন অভিশেক। ৭৪ বলে ৬২ রানে দায়িত্বশীল ইনিংস খেলে আউট হন তিনি। পানডে (১) এবং  নামান টিউয়ারি ৬ রানে আউট হলে, ৭ ওভার ২ বল হাতে থাকতেই ১৮৮ রানে অলআউট হয় ভারত। এতে ফাইনালে ওঠার জন্য ১৮৯ রানের লক্ষ্য পায় জুনিয়র টাইগাররা।

বাংলাদেশের সর্বোচ্চ চার উইকেট শিকার করেন মারুফ মৃধা। রোহনাত দুল্লাহ বর্সোন ও পরভেজ জীবন দুটি করে উইকেট নেন। এছাড়াও এক উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news