ওয়ার্নারের বিদায়ী টেস্টের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে ব্রিজবেন টেস্ট দিয়ে লাল বলের ক্যারিয়ার শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার ডেভিড ওয়ার্নার। তবে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে দীর্ঘ ১২ বছরের বর্ণাট্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

চলতি বছরের জুনে ওয়ার্নার নিজেই জানিয়েছিলেন পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসর নিবেন। তাই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও তাকে সেই সুযোগ করে দিয়েছেন। আগামী সপ্তাহে নিজ শহর সিডনিতে টেস্ট ক্যারিয়ার সমাপ্ত করবেন তিনি।

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে জিতে ২-০ তে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।ফলে ওয়ার্নারের বিদায়ী টেস্টকেও সরণিয় করে রাখতে চায় অজি ক্রিকেট বোর্ড। তাই ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটারকে নিয়ে সিডনি টেস্টের একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া।

পার্থে পাকিস্তানকে ৩৬০ রান করে হারিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। অন্যদিকে মেলবোর্ন টেস্টে কামিন্সে ১০ উইকেটে ভর করে ৭৯ রানে জয় পায় তার দল।

অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ওসমান খাজা, মার্নাস লাবুশেনে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, ক্যামরন গ্রিন ও স্কাট বোল্যান্ড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news