টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী দল

 চলতি বছরেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। এই আসরকে সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সফর এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরের সিলেটে পৌঁছেছে তারা।

বিমানবন্দরে ভারত নারী দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখলো ভারতের নারী দল। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জিতেছিলো ভারত। গত বছরের জুলাইয়ে সবশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ও শেষ ম্যাচ হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। একই ভেন্যুর আউটারে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি হবে দিনের আলোতে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news