দুই দফা পিছিয়ে পড়েও শেফিল্ডকে ৪-২ গোলে হারালো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও শেফিল্ড ইউনাইটেড। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে দুই বার পিছিয়ে পড়েও শেষ হাসি হেসেছে এরিক টেন হাগের দল। শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর হয়ে জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।

বুধবার (২৪ এপ্রিল) রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য জানায় ম্যানচেস্টার। ম্যাচের শুরু থেকেই শেফিল্ডকে চাপের মধ্যে রাখে ম্যানইউ। তবে ম্যাচের ৩৫তম মিনিটে গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে গোল হজম করতে হয় ম্যানচেস্টারকে। শেফিল্ডের হয়ে গোলটি করেন জেডেন বোগল। ঠিক সাত মিনিট পরেই গারনাচোর বাড়ানো বলে হ্যারি ম্যাগুয়ারের চমৎকার হেডে সমতায় ফিরে স্বাগতিকরা। ফলে ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ৫০তম মিনিটে বেন দিয়াসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। সতীর্থের পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে গোল করেন তিনি। এর পর পিছিয়ে পড়েও প্রতিপক্ষের উপর আক্রমণের ঝড় তোলে রেড ডেভিলরা। ম্যাচের ৬০তম মিনিটে কর্নারের পর শেফিল্ডের জালে বল পাঠায় ম্যানচেস্টার। তবে তার আগেই ম্যাগুয়ার ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ২-২ সমতা ফেরান ব্রুনো ফার্নান্দেজ। 

ম্যাচের ৮১তম মিনিটে দারুণ এক গোলে ৩-১ ব্যবধান করেন ব্রুনো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো। চার মিনিট পর দলের চতুর্থ গোলটি করেন হয়লুন্দ। সবশেষ আট ম্যাচের মধ্যে তাদের মাত্র দ্বিতীয় জয় এটি। এই জয়ে ৩৩ ম্যাচে ১৬ জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news