শান্তর সেঞ্চুরি, আবাহনীতে বিধ্বস্ত গাজী
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উড়িয়ে চলতি মৌসুমের শিরোপার আরো কাছে এগিয়ে গেলো আবাহনী। টস জিতে আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর দারুণ এক শতকে ঐতিহ্যবাহী ক্লাবটি ৩৪৩ রানের পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নেমে রাকিবুল হাসানের স্পিন ঘূর্ণিতে ১৭২ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। ফলে ১৭১ রানে জিতেছে আবাহনী। দারুণ সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছেন শান্ত।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও লিটন কুমার দাস ৫৭ রানের জুটি গড়েন। ৩৩ রান করে নাঈম ফিরলে স্কোরবোর্ডে আর ১২ রান যোগ হতেই আউট হন লিটনও। লিটনের ব্যাট থেকেও আসে ৩৩ রান।
তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় ১৩০ রানের জুটি গড়েন। এনামুল ৬৮ রানে আউট হতেই জুটি ভাঙে তাদের। এনামুল সেঞ্চুরি বঞ্চিত হলেও শান্ত পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে আরও ৫৯ রানের জুটি করে সাজঘরে ফেরেন আবাহনীর অধিনায়ক। আউট হওয়ার আগে ৮৪ বলে ৮ চার ও ৬ ছক্কায় শান্ত ১০১ রান করেন।
এরপর জাকের আলী অনিক ১১ রান করেন। সবশেষ তাওহীদ ৫৮ ও মোসাদ্দেকের অপরাজিত ৩৩ রানে ভর করে ৩৪৩ রানের সংগ্রহ পায় আবাহনী। গাজীর হয়ে শেখ পারভেজ জীবন তিনটি উইকেট শিকার করেন। এছাড়া রুয়েল মিয়া, জীবন ও ফয়সাল আহমেদ একটি করে উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজী। সাব্বির হোসেন সিকদার সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন। আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে ৩৫. ১ ওভারে ১৭২ রানে অলআউট হয় গাজী।
আবাহনীর হয়ে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান জুনিয়র ৪৪ রানে চারটি উইকেট নেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও মোসাদ্দেক হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি