মার্সেলোকে বিদায়ে আবেগী ক্রিশ্চিয়ানো রোনালদো

১৬ বছর, ৫৪৬ ম্যাচ, ২৫টি ট্রফি। রিয়াল মাদ্রিদে বর্ণিল এক ক্যারিয়ার কাটানোর পর অবশেষে ইতি টানলেন মার্সেলো। সোমবার (১৩ জুন) প্রিয় ক্লাবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান এ কিংবদন্তি ফুটবলার।

রিয়াল মাদ্রিদকে বিদায়বেলায় কাঁদলেন মার্সেলো। তিনি আবেগে ভাসলেন, ভাসালেন বাকিদেরও। রিয়ালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু মার্সেলোর বিদায়ে আবেগী হয়ে পড়লেন তিনিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লিখলেন, মার্সেলো আমার সতীর্থের চেয়েও বেশি, ফুটবল আমাকে একজন ভাই দিয়েছে। রোনালদো যোগ করেন, মাঠ ও মাঠের বাইরে, সে সর্বকালের সেরা তারকাদের মধ্যে অন্যতম যার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা আমার জন্য আনন্দের ছিল।

news