ইউরো কাপের দল ঘোষণা করেছে জার্মানি

আগামী মাসে শুরু হবে ইউরোপ সেরার লড়াই। এবারের আসরে জার্মানি আয়োজক দেশ হওয়াই বাছাই পর্ব খেলতে হয়নি। প্রীতি ম্যাচ খেলেই নিজেদের প্রস্তুতি সেরেছে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (১৬ মে) এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ নাগেলসম্যান। তার দলে সুযোগ হয়নি বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ম্যাট হ্যামেলসের। এছাড়া বায়ার্ন মিউনিখের লিওন গোরেৎসা, লাইপজিগের টিমো ভেরনার, সার্জ গ্যানাব্রি ও নিকলাস সুলেকেও দলে রাখেননি জার্মানির কোচ।

নাগেলসম্যান ইউরোর দলে ডাকার ক্ষেত্রে বুন্দেসলিগার চলতি মৌসুমের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিয়েছেন। দলে ডাক পেয়েছেন ভিএফবি স্টুটগার্টের ফরোয়ার্ড দেনিজ উন্দাভ ও টিএসজি হফেনহেইমের ম্যাক্সিমিলান বেইয়ের। 

গোরেৎসা জায়গা না পেলেও দলে আছেন বায়ার্নের আরেক মিডফিল্ডার আলেকসান্ডার প্যাভলোভিচ। কোচের অনুরোধে অবসর ভেঙে ফেরা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস আছেন ইউরোর দলে। রিয়ালের আরেক খেলোয়াড় অ্যান্টনি রুডিগারও আছেন ইউরোর দলে।

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার, টার স্টেগান, অ্যালেক্সান্ডার নুবেল, অলিভার বাউম্যান। 

ডিফেন্ডার: নিকো সল্কটারব্যাক, জোনাথান টাহ, রবিন কচ, ম্যাক্সিমিলান মিটেলস্ট্যাড, জশুয়া কিমিখ, অ্যান্টনি রুডিগার, ডেভিড রাম, ভালদেনার আন্টন, বেঞ্জামিন হেনরিখস।

মিডফিল্ডার: ইলকায় গুন্দোয়ান, ফ্লোরিয়ান রিটজ, জামাল মুসিয়ালা, আলেকসান্ডার প্যাভলোভিচ, রবার্ট আন্ডরিচ, প্যাসকাল গ্রব ও টনি ক্রুস।

ফরোয়ার্ড: লেরয় সানে, দেনিজ উন্দাভ, টমাস মুলার, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, ম্যাক্সিমিলান বেইয়ের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news