প্রথম দুই ম্যাচ দেখে মনে হয়েছে কিছুই পারে না: বিসিবি সভাপতি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আইসিসির র্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে টানা দুই হারের পর শেষ ম্যাচে ১০ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় টাইগাররা।
বাংলাদেশের এমন খেলা দেখে হতাশ হয়েছেন ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। পাপন জানালেন, প্রথম দুই ম্যাচে দেখে মনে হয়েছে ক্রিকেটাররা কিছুই পারে না। যদিও শেষ ম্যাচ জেতায় খুশি বোর্ড সভাপতি।
সর্বশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও বাংলাদেশের পারফরম্যান্স সেরা অবস্থায় ছিল না। তাই এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলের কাছ থেকে খুব একটা বড় আশা করছে না ক্রিকেটভক্তরা।
মঙ্গলবার (২৮ মে) জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতার এক অনুষ্ঠানে বিসিবির কথায়ও সেটা ফুটে উঠেছে। তবে দলের প্রতি পূর্ণ আস্থা আছে নাজমুল হাসান পাপনের।
তিনি বলেন, যে যাই বলুক ছেলেগুলো খেলতে গেছে তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার বিশ্বাস তাদের যথেষ্ট সামর্থ্য আছে। এই যে বিশ্বাস এবং সামর্থ্যের কথা বললাম, এখন পর্যন্ত যে তিনটা ম্যাচ খেলেছে ওরা, প্রথম দুইটা দেখে মনে হয়েছে কিছুই পারে না। আর তৃতীয়টা দেখে মনে হয়েছে ওরা তো অসাধারণ।
নাজমুলের চাওয়া বিশ্বকাপে ক্রিকেটাররা যেন নিজেদের সেরা খেলাটা খেলেন। এ বিষয়ে পাপন বলেন, আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্য আছে। আসল দিন খেলতে পারলে নিশ্চিতভাবে ওরা ভালো করবে। আমরা চাই ওরা ভালো খেলুক। জয়-পরাজয়ের কথা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলুক।
তিনি আরো বলেন, খেলার আসল দিন গিয়ে ভালো খেলতে পারলে অবশ্যই ওরা ভালো খেলবে। আমরা চাই ওরা ভালো খেলুক। হারা-জেতার কথাটা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক বিশ্বকাপে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি